ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সন্তু লারমার কাছে তিন মাস সময় চেয়েছেন ড. মিজান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সন্তু লারমার কাছে তিন মাস সময় চেয়েছেন ড. মিজান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: শান্তি চুক্তি ‘বাস্তবায়নের’ দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার আগে সন্তু লারমার কাছে তিন মাস সময় চেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।



ড. মিজান বলেন, ‘মানবাধিকার কমিশনের পক্ষ থেকে শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করব। এজন্য কর্মসূচি ঘোষণার আগে আমি সন্তু লারমার কাছে তিন মাস সময় চেয়েছি। এই সময়ের মধ্যে সবার ঐকান্তিক চেষ্টা যদি থাকে আমরা সমস্যা সমাধানে উপণীত হবো।

এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা শীর্ষক এক সেমিনারে অংশ নেন।

সেমিনারে খাগড়াছড়ি জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মজিদ আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।