ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বগুড়ায় যুবকের আত্মহত্যা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে আসাদুল ইসলাম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।


 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
 
এলাকাবাসী জানান, আসাদুল ইসলাম পেশায় ছিলেন মুদি দোকানদার। প্রায় মাস ছয়েক আগে তিনি বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে তার এমন কাজ হতে পারে।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এফরাফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শেরপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি খান এফরাফ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।