ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ত্রিদেশীয় নাট্যোৎসব শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজশাহীতে ত্রিদেশীয় নাট্যোৎসব শুরু শুক্রবার

রাজশাহী: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও দুই বাংলার নাটোৎসবের পর এবার রাজশাহীতে বসছে ত্রিদেশীয় নাট্যোৎসব।

বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্যদলের সমন্বয়ে ত্রিদেশীয় এ আসর শুরু হচ্ছে শুক্রবার (০৪ ডিসেম্বর) থেকে।



‘পথে মঞ্চে ত্রিশ বছর’ স্লোগানে সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব রাজশাহীর দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

রাজশাহী থিয়েটারের সভাপতি কামারুল্লাহ সরকার কামাল বাংলানিউজকে জানান, থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এতে নেপালের মান্ডালা থিয়েটার, ভারতের যুগাগ্নি, অলটারনেটিভ লিভিং থিয়েটার, রবীন্দ্রনগর নাট্যয়ূধ ও ইউনিটি মালঞ্চ এবং বাংলাদেশের লোকনাট্যদল (ঢাকা), শব্দ নাট্যচর্চা, যশোরের বিবর্তন, নাট্যম বরিশাল, পাবনা থিয়েটার-৭৭, রাজশাহী সাংস্কৃতিক সংঘ ও রাবির অনুশীলন নাট্যদল উৎসবে তাদের প্রযোজনা নিয়ে হাজির হবে।

রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে একযোগে মঞ্চস্থ হবে এসব নাটক। তিন দেশের মোট ১৯টি নাটক মঞ্চস্থ হবে উৎসবে।

সরকার কামাল আরও বলেন, ৪ ডিসেম্বর বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসবের শুরু হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে রাজশাহী থিয়েটারের তিন দশক পূর্তি উপলক্ষে ৩০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।

উৎসবের উদ্বোধন করবেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি ও ভাষা সৈনিক আবুল হোসেন।

প্রধান অতিথি থাকবেন প্রখ্যাত নাট্য নির্দেশক চলচ্চিত্রকার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

এছাড়া অতিথি হিসেবে থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাবির ভিসি প্রফেসর মিজানউদ্দিন ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মি. সন্দীপ মিত্র।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।