ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মায়ানমার ফেরত পাঁচ শিশু-কিশোর বাড়ির পথে

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
মায়ানমার ফেরত পাঁচ শিশু-কিশোর বাড়ির পথে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: দীর্ঘ ৬ মাস মিয়ানমারে কারাভোগের পর অবশেষে বাড়ির পথে রওয়ানা দিলেন ফেরত আসা ৫ জন শিশু-কিশোর।

কক্সবাজার আদালতের নির্দেশে সপ্তম দফায় মায়ানমার থেকে ফেরত আসা ৪৮ জনের মধ্যে ওই ৫জনকে নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মকর্তারা।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুশান্ত প্রসাদ চাকমা তাদের বাড়ির পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তাদের স্বজনদের কাছে পৌঁছানো পর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

পাঁচ শিশু-কিশোর হলো- কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগা পাড়ার মকতুল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (১৭), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়ার মতিউর রহমানের ছেলে বিদ্যুৎ হোসেন (১৭), যশোরের ঝিকরগাছা উপজেলার ভেড়ার পানি এলাকার আবু হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (১৭), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার জালালপুর এলাকার সিদ্দিক আলীর ছেলে জয়নাল আবেদীন (১৬), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি এলাকার ফজলুল হকের ছেলে মোহাম্মদ সবুজ (১৭)।

রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, অপ্রাপ্ত বয়স্ক ৫ শিশুকে আদালতে হাজির করা হলে রেড ক্রিসেন্টের পক্ষে জিম্মা চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিদের্শনা দেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কক্সবাজার সদরের সৈয়দ হোসেনকে এবং রাতের মধ্যেই এদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার থেকে রওনা হবেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।