ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

সিরাজগঞ্জের ৬ পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সিরাজগঞ্জের ৬ পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয় পৌরসভায় মেয়র পদে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও উপজেলা রির্টানিং অফিসারদের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।



এর মধ্যে সিরাজগঞ্জে আটজন, বেলকুচিতে চার, কাজিপুরে তিন, উল্লাপাড়ায় তিন রায়গঞ্জে চার ও শাহজাদপুরে ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ সদরে সৈয়দ আব্দুর রউফ মুক্তা (আওয়ামী লীগ), সাময়িক বহিষ্কৃত মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী (বিএনপি), মির্জা ফারুক আহম্মেদ (জাপা-এরশাদ), নাজমুল ইসলাম মুকুল (জাসদ-ইনু), নব কুমার কর্মকার (বাসদ), সাইফুল ইসলাম (এলডিপি), টিআরএম নুর ই আলম হেলাল (বিদ্রোহী বিএনপি) ও শামছুজ্জামান আলো (বিদ্রোহী আওয়ামী লীগ)।

রায়গঞ্জে বর্তমান মেয়র মোশারফ হোসেন আকন্দ (জামায়াত), নুর সাঈদ সরকার (বিএনপি), গাজী আব্দুল্লাহ আল পাঠান (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

কাজিপুরে হাজী নিজাম উদ্দিন (আওয়ামী লীগ), মাসুদ রায়হান মুকুল (বিএনপি) ও বর্তমান মেয়র আব্দুস সালাম (পদত্যাগী বিএনপি)।

উল্লাপাড়ায় নজরুল ইসলাম (আওয়ামী লীগ), বর্তমান মেয়র বেলাল হোসেন (বিএনপি) ও ফয়সাল কাদির রুমি (বিদ্রোহী আওয়ামী লীগ)।

বেলকুচিতে আশানুর বিশ্বাস (আওয়ামী লীগ), আল-আমিন ভূঁইয়া ওরফে জামাল উদ্দিন ভূঁইয়া (বিএনপি), রেজাউল করিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ও আব্দুর রাজ্জাক মিয়া (জামায়াত)।

শাহজাদপুরে হালিমুল হক মিরু (আওয়ামী লীগ), বর্তমান মেয়র নজরুল ইসলাম (বিএনপি), ভিপি আব্দুর রহিম (বিদ্রোহী আওয়ামী লীগ), জয়নাল আবেদীন (বিদ্রোহী বিএনপি), রফিকুল ইসলাম (জাপা-এরশাদ) ও নুরুল হক (ইসলামি আন্দোলন বাংলাদেশ)।

এসব তথ্য নিশ্চিত করে জেলা রিটানিং অফিসার মুহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে জানান, জেলার সব পৌরসভায় শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।