ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ অ্যাসল্ট মামলায় রাবি শিক্ষক গ্রেফতার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
পুলিশ অ্যাসল্ট মামলায় রাবি শিক্ষক গ্রেফতার ছবি: প্রতীকী

রাবি (রাজশাহী): পুলিশের ওপর হামলার (অ্যাসল্ট) ঘটনায় দায়ের করা মামলায় ড. আমিরুল ইসলাম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুর বাজার থেকে জামায়াতপন্থি ওই শিক্ষককে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।



গ্রেফতারকৃত ড. আমিরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বাংলানিউজকে জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া থানায় পুলিশ অ্যাসল্ট মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেফতারের পর আমিরুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানায় আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।