ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরেন সার্ভিস একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চর্চা হয় না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ফরেন সার্ভিস একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ক চর্চা হয় না

ঢাকা: সরকারি কূটনীতিকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো ধরনের চর্চা হয় না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধের বিরত্ব গাথা জানাতে ভবিষ্যতের কূটনীতিক তৈরিকারক প্রতিষ্ঠানটির কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস মিলনায়তনে  ‘বীর কূটনীতিক মুক্তিযোদ্ধা প্রয়াত রাষ্ট্রদূত কে এম শিহাববুদ্দিন’ স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে সাবেক কূটনীতিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) এম্বারেসডরস’ ।

মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধের মতো আর কোনো বিরত্ব গাথা নেই। কূটনীতিকরাও মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ফরেন সার্ভিসকে গর্ব করার মতো ঘটনা উপহার দিয়েছেন। কিন্তু আমাদের অনুজ কূটনীতিকরা তাদের অগ্রজ কূটনীতিকদের এই সাফল্যগাথা জানেন না। ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে চর্চা করা হয় না। মুক্তিযুদ্ধ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে পড়াশোনা বা আলোচনা বা সেমিনার কিছুই হয় না। এটা খুবই দুঃখজনক।

১৫ বছর আগে ফরেন সার্ভিস একাডেমির দায়িত্বে থাকা এই কূটনীতিক আক্ষেপ করে বলেন, দায়িত্ব ছাড়ার পর ১৫ বছরে মাত্র একবার আমি সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছি। এতেই বোঝা যায়, সেখানে মুক্তিযুদ্ধ চর্চার কী হাল।

তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াল অ্যাডমিরাল (অব.) মো. খুরশিদ আলম বলেন, আমাদের একাডেমিতে মুক্তিযুদ্ধ বিষয়ে লেকচারের আয়োজন করা হবে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় বা আলোচনায়  কিছু কাজ হয়েছে। একেবারেই যে হয়নি, তা কিন্তু নয়। তবে আগামীতে আমাদের নতুন ব্যাচ যখন জয়েন করবে, তখন আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটি ধারাবাহিক বক্তৃতামালা আয়োজনের পরিকল্পনা করেছি।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ওপর রচিত বিভিন্ন গ্রন্থ ফরেন সার্ভিস একাডেমির গ্রন্থাগারে সংরক্ষণের ব্যবস্থা করবো। যাতে নতুনরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারেন।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
জেপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।