ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রেল মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘যাত্রী সেবা সপ্তাহ’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
রেল মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘যাত্রী সেবা সপ্তাহ’

ঢাকা: রেলপথ মন্ত্রণালয়ের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীসহ দেশের সব রেলস্টেশনে উদযাপিত হচ্ছে ‘যাত্রী সেবা সপ্তাহ-২০১৫’।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের সব স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।



সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রী সেবা সপ্তাহ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে বিশেষ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) খলিলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কমলাপুর রেলস্টেশনের সব বিভাগ ঘুরে ঘুরে দেখেন কর্মকর্তারা। একই সঙ্গে রেলকে লাভজনক খাতে  পরিণত করতে যাত্রী সেবার মানোন্নয়নে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন তারা।

রেল সচিব ফিরোজ সালাউদ্দিন বলেন, রেলস্টেশনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যাত্রী হয়রানি কিংবা কোনো ধরনের অনিয়ম হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, জাতীয় স্বার্থ পরিপন্থি কিংবা ট্রেনের ছাদে উঠে বা হাতল ধরে ঝুলে যাত্রীরা যাতে ভ্রমণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

‘আসছে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ৬০টি কোচ আনা হবে। যা ফেব্রুয়ারিতে রেলওয়ের বহরে যুক্ত হবে। ’

এতে রেলওয়ের কোচ সংকট দূর হবে বলে মনে করেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম বাংলানিউজকে বলেন, যাত্রী সেবা সপ্তাহ-২০১৫ এর মূল লক্ষ্য হলো- রেলপথে যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

‘এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-সঠিক সময়ে রেল চলাচল, স্টেশনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রেলে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা। ’

৪ ডিসেম্বর শুরু হওয়া যাত্রী সেবা সপ্তাহ ১০ ডিসেম্বর শেষ হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএস/বিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।