ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ঢাকা (নবাবগঞ্জ): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন মোল্লা (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।



তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের আলালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক স্বপন মোল্লা ওই গ্রামের জালাল মোল্লার ছেলে।

আটক স্বপন দীর্ঘদিন ধরে আলালপুর গ্রামে মাদক ব্যবসা করে আসছিলো। তার নামে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।