ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
বদলগাছীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক খুন

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার রোকনপুর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খলিলুর রোকনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের মিঠাপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে খলিলুরকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।