ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়াটিয়া সমিতির আল্টিমেটাম

নয় দফা দাবি আদায় না হলে মার্চে কঠোর কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নয় দফা দাবি আদায় না হলে মার্চে কঠোর কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনসহ নয় দফা দাবি বাস্তবায়নে সরকার কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাড. মেসবাহ উদ্দিন আহমদ চৌধুরী কচির এ আল্টিমেটাম ঘোষণা করেন।



লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, চলতি বছরের পহেলা জুলাই বাড়ির মালিক ও ভাড়াটিয়ার সার্বিক সমস্যা নিরসনে একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু এই নির্দেশের কোনো বাস্তবায়ন হচ্ছে না।

নাগরিকদের জীবনধারণে অন্যান্য মৌলিক উপকরণের মতো আবাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের মানোন্নয়ন করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। যন্ত্রণার আরেক নাম এখন বাড়িভাড়া।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এসএম শাহনেওয়াজ আলী মির্জা, অ্যাড. বাপ্পি, এম এ মালেক, সাধারণ সম্পাদক সৈয়দ তৌকির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআইকে/এটি

** নয় দ‍ফা দা‌বিতে সংবাদ সম্মেলন চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।