ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হচ্ছে ছবি: সোহাগ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।



‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ যোদ্ধাদের সম্মাননা' শীর্ষক ওই আলোচনা সভায় মন্ত্রী মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন।

তিনি জানান, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হচ্ছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে সব শহীদের পরিবারে সরকারিভাবে ভাতা চালুর ব্যবস্থাও করা হচ্ছে। এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন। খুব শিগগিরই সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

সভায় মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ সংক্রান্ত ফরম খুব শিগগিরই পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হবে। সেখানে প্রক্রিয়া শেষে তা চূড়ান্ত করা হবে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫/আপডেট: ১৬৩৫ ঘণ্টা
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।