ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

গাজীপুর: গাজীপুর জেলার কালীগঞ্জে সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।


 
শনিবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে এ ঘটনা ঘটে।
 
ডাকাতির শিকার প্রবাসীর বাবা মো. হানিফা আকন্দ বলেন, এক মাস আগে তার ছেলে আলমগীর আকন্দ সৌদি আরব থেকে বাড়ি আসে। শনিবার রাত ২টার দিকে ১৫ থেকে ১৬ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সব ঘরে বাইরে থেকে শিকল আটকে দেয়। ‍ পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মুখে কাপড় লাগিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ল্যাপটপ, ব্যবহৃত ৭টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
 
ডাকাতি শেষে যাওয়ার সময় পরিবারের একজন চিৎকার করলে ডাকাতরা তাকে মারধর করে আহত অবস্থায় রেখে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ও আহত ব্যক্তিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ডাকাতির পর খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এটি সংগঠিত ডাকাতির ঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।