ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত গ্রহণযোগ্য নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত গ্রহণযোগ্য নয়

ঢাকা: কোনো রিটার্নিং কর্মকর্তা যদি পক্ষপাত করেন, তবে তা গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে কোনো প্রার্থী যদি অবিচার পেয়েছেন মনে করেন, তিনি আপিল করলে সুবিচার পাবেন।



রোববার (০৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা যদি পক্ষপাত করেন, তবে আপিলের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী আপিল করলে সুবিচার পাবেন। এখানে কোনো প্রার্থীকে হালকাভাবে নিয়ে অন্য প্রার্থী চেপে ধরার সুযোগ নেই। কেননা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর বিষয়ে এই কমিশনার বলেন, ৫ জানুয়ারির (সংসদ) নির্বাচনের সঙ্গে পৌরসভা নির্বাচনের তুলনা করার সুযোগ নেই। কেননা, ওই নির্বাচনে একটি বিশেষ মহল অংশ নেয়নি। এমনকি তারা নির্বাচনকে সংহত করতে চেয়েছে। আর পৌরসভা নির্বাচনে অনেক দল প্রার্থী দিয়েছে।

জাবেদ আলী বলেন, কোনো নির্বাচন কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তাই বিরাগ-অনুরাগের বশবর্তী হয়ে কোনো প্রার্থীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। এছাড়া নির্বাচন একমুখি হওয়ার কোনো প্রশ্নই উঠে না।

সংসদ সদস্যদের সতর্ককরণ
এদিকে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আইন ভাঙলে সে যেই হোক না তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এছাড়া এ বিষয়ে কেউ কমিশনে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এমপি-মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আইন প্রণেতা, আপনারা আইন ভাঙবেন না। এমন কিছু করবেন না যাতে আমরা অপ্রস্তুত ও বিব্রত অবস্থায় পড়ি।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রচারণায় যাওয়ার বিষয়ে এই কমিশনার বলেন, দলীয় প্রধান হিসেবে তিনি প্রচারণায় যেতে পারবেন। এক্ষেত্রে পথসভা করতে বাধা নেই। কিন্তু পথসভা যেনো শোভাযাত্রা বা জনসভায় পরিণত না হয়। আমাদের কথা হচ্ছে, অনুগ্রহ করে আইন ভাঙবেন না, সে যেই হোক বিধি ভঙ্গ করলে ব্যবস্থা নিতে হবে, যা সুখকর হবে না।

** মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে ইসি’র চিঠি
** বিশ্বমানের বিমান বাহিনী গড়ে তোলা হবে

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।