ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হেলিকপ্টারে প্রচারণা

এমপি রিমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
এমপি রিমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঢাকা: হেলিকপ্টারে চড়ে দলের প্রার্থীকে প্রত্যয়নপত্র দিতে যাওয়ায় ফেঁসে যেতে পারেন বরগুনা-২ আসনের আওয়ামী লীগের এমপি শওকত হাচানুর রহমান রিমন।

কেননা, বিষয়টি তদন্ত করে আচরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পেলে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর প্রত্যয়ন নিয়ে বরগুনার বেতাগীতে যান এমপি শওকত হাচানুর রহমান।

ওইদিন তার হেলিকপ্টার বেতাগী হাইস্কুল মাঠে অবতরণ করে। এরপর তিনি দলের মনোনয়নপ প্রার্থী এবিএম গোলাম কবিরের হাতে তুলে দেন।
 
এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা আমলে নেয় নির্বাচন কমিশন। কেননা, আচরণ বিধি অনুযায়ী-কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় হেলিকপ্টারে প্রচারণায় যেতে পারেন না। নির্বাচন পূর্ব সময় বলতে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সময়কে বোঝানো হয়। আর এই সময় কেবল মাত্র দলীয় প্রধান হেলিকপ্টারের প্রচারে যেতে পারেন। এছাড়া সুবিধাভোগী ব্যক্তি হিসেবে এমপির প্রচারণায় যাওয়ারও কোনো সুযোগ নেই।
 
যে কারণে বিষয়টির সত্যতা তদন্ত করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গে অভিযোগে শাস্তি নেওয়ার চিন্তা-ভাবনাও করছে কমিশন।
 
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বাংলানিউজকে বলেন, ‘ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে তদন্তের জন্য বলা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতেই হবে। ’
 
এদিকে মন্ত্রী-এমপিরা যেন নির্বাচনী প্রচারণা যেতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রী পরিষদ সচিব এবং জাতীয় সংসদদের স্পিকারকেও ব্যবস্থা নিতে বলা হবে।
 
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মেয়র পদে দলীয় প্রতীকে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
আগামী ১০ ডিসেম্বর থেকেই প্রার্থীরা প্রচারণা যেতে পারবেন। আর প্রতীক নিয়ে প্রচারণার সুযোগ পাবেন ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর।
 
এ নির্বাচনে প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
 
** রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত গ্রহণযোগ্য নয়
** মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে ইসি’র চিঠি
** বিশ্বমানের বিমান বাহিনী গড়ে তোলা হবে

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।