ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে হানাদার মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
লালমনিরহাটে হানাদার মুক্ত দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: যথাযোগ্য মর্যাদায় সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।

এ উপলক্ষে রোববার (০৬ ডিসেম্বর) লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার টি এম মোজাহেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, লালমনিরহাট সরকারি কলেজ, মজিদা খাতুন সরকারি কলেজ, বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।