ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পা হারালো যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে পা হারালো যুবক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন মনোয়ার হোসেন (২৫) নামে এক যুবক।

রোববার (০৬ ডিসেম্বর) মহানগরীর বহরমপুর চারখুটার মোড়ে এ ঘটনা ঘটে।

তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর গ্রামে।
 
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, মনোয়ার হোসেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে যাচ্ছিলেন। পথে মহানগরীর চারখুটা মোড়ে ট্রেন থেকে পা পিছলে পড়ে যান। এ সময় তার ডান পায়ের গোড়ালি থেঁতলে যায়।

এ খবর পেয়ে সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টহল দল মনোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা তার ডান পায়ের গোড়ালির ওপর থেকে কেটে ফেলেন। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।