ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

তিন এমপিকে শোকজ, মন্ত্রীদেরও ইসির সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
তিন এমপিকে শোকজ, মন্ত্রীদেরও ইসির সতর্কতা

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের দায়ে তিন সংসদ সদস্যকে (এমপি) শোকজ নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
 
ওই তিন এমপি হলেন, ঢাকা-২০ আসনের এম এ মালেক, বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন, ও নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল।

তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ রয়েছে।
 
ইসি সচিব সিরাজুল ইসলাম রোববার (০৬ ডিসেম্বর) রাত ৯টায় বাংলানিউজকে বলেন, এই মাত্র শোকজ লেটারের স্বাক্ষর করলাম। সোমবার তাদের চিঠি পাঠানো হবে।
 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তিন দিন সময় দেওয়া হচ্ছে। তাদের তিনজনের বিরুদ্ধেই নির্বাচনী প্রচারণার অভিযোগ রয়েছে। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যা তারা পারেন না।
 
এদিকে মন্ত্রীরাও যাতে প্রচারণায় অংশ না নেন, সেজন্য সতর্ক করতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দেওয়া হচ্ছে। আবার সংসদ সদস্যরাও যেন নির্বাচনী প্রচারণা যুক্ত না হন, সে বিষয়েও আচরণ বিধির বিভিন্ন ধারা উল্লেখ করে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হচ্ছে। সোমবারই সে চিঠি পাঠানো হবে।
 
দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বাংলানিউজকে বলেছেন, আমরা গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে কেবিনেট ও স্পিকারের দফতরেও চিঠি পাঠাবো।
 
৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে মেয়র পদে দলীয়ভাবে এবং কউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ করবে ইসি।
 
এরই মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের কাজও শেষ হয়েছে। ১৩ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের পরেই প্রতীক নিয়ে প্রচারণায় যেতে পারবেন প্রার্থীরা। এ নির্বাচনে প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।