ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৭ ডিসেম্বর শত্রু মুক্ত হয় নাসিরনগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
৭ ডিসেম্বর শত্রু মুক্ত হয় নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়া: ৭ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর  হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নাসিরনগরের আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা।



১৯৭১ সালের ১৫ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী নাসিরনগরে বিপুল সংখ্যক সৈন্য ও এদেশীয় দোসর, রাজাকার, আলবদর বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর, নুরপুর, কুলিকুণ্ডা, সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর ওপর চালায় নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন।

অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে। পাকিস্তানি বাহিনীর অমানবিক নির্যাতনে বহু মানুষ নিহত ও আহত হন।

মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা নাসিরনগর থানা অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনে নাসিরনগরকে হানাদার মুক্ত করে।

মুক্ত দিবস উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।