ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রোতাহীন সেমিনারে প্রতিমন্ত্রীসহ ৬ বক্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
শ্রোতাহীন সেমিনারে প্রতিমন্ত্রীসহ ৬ বক্তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু অধিকার বিষয়ক এক সেমিনারে প্রতিমন্ত্রীসহ ছয়জন বক্তা থাকলেও বক্তব্য শোনার জন্য ছিলেন না কোনো শ্রোতা। অবশেষে বক্তারা নিজেদের মধ্যে গল্প করে সময় পার করেন।



সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সিরডাপ অডিটোরিয়ামে শুরু হওয়ার কথা থাকলেও অতিথিরা আসেন ১০টার দিকে। গ্লোবাল মার্চ নামে একটি বেসরকারি সংস্থা এ সেমিনারের আয়োজন করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন সংসদ সদস্য জাসদ নেতা নাজমুল হক প্রধান।

এছাড়াও আলোচক ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু, সংরক্ষিত সংসদ সদস্য কবি কাজী রোজী, নেপালের সংসদ সদস্য দিল্লি বাহাদুর চৌধুরী এবং সাংবাদিক কামাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তাদের কথা শুনতে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যমের তিনজন, আয়োজক সংগঠনের দুজন এবং সিরডাপের দুই কর্মচারী। শ্রোতাহীন সেমিনারে বক্তারা নিজেরাই নিজেদের কথা শুনলেন ও গল্প করে সময় পার করলেন।

ছয় বক্তা আলোচনা করলেন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত। শ্রোতাশূন্য মঞ্চে প্রতিমন্ত্রী ১০ মিনিট বক্তৃতা করলেন। প্রতিমন্ত্রী শিশু অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তার বক্তৃতায়।

আয়োজক সংগঠনের একজন জানান, সিরডাপ অডিটোরিয়াম সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৫ হাজার টাকা দিয়ে।

আয়োজক সংগঠনের ওই কর্মকর্তা বলেন, পরিকল্পনাই ভুল ছিল। এই আয়োজনের জন্য এত বড় জায়গা ভাড়া করা ঠিক হয়নি।

অনুষ্ঠানের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর প্রোটকল অনুযায়ী অনুষ্ঠান কাভার করতে আসে বিটিভি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।