ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্বটা চ্যালেঞ্জিং মনে করেন ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
দায়িত্বটা চ্যালেঞ্জিং মনে করেন ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নিজের দায়িত্বটা চ্যালেঞ্জিং বলে মনে করেন ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। তিনি বলেন, দেশের ৮ম বিভাগ হিসেবে ময়মনসিংহ যাত্রা শুরু করলো।

অনেক কাজ করতে হবে। সবার সহযোগিতা নিয়েই কাজগুলো করবো। এজন্য আমাদের সময় দিতে হবে।

নতুন বিভাগীয় কমিশনারের দায়িত্ব নেওয়ার পর সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহ সার্কিট হাউজে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকির সভাপতিত্বে মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক এম এ পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন, নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, ময়মনসিংহ র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার লে. কর্নেল এনামুল আরিফ সুমন, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের মানুষের ফুলের শুভেচ্ছায় আবেগ-আপ্লুত জি এম সালেহ উদ্দিন বলেন, ময়মনসিংহবাসী আমাকে যেভাবে বরণ করেছেন, স্বাগত জানিয়েছেন- সেই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না।

তিনি বলেন, একজন সরকারি কর্মচারী হিসেবে ফুলের মালা বা অভ্যর্থনা আমরা নেই না। কিন্তু এর সঙ্গে ময়মনসিংহবাসীর আবেগ-অনুভূতি জড়িত। আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন ময়মনসিংহ বিভাগ আজ যাত্রা শুরু করলো। সেই মুহূর্তে আপনাদের আবেগ-অনুভূতি মূল্যবান।

নিজের নতুন এ দায়িত্বকে চ্যালেঞ্জিং মনে করেন বিভাগীয় কমিশনার। বলেন, দেশের সপ্তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে রংপুর। সেখানে এখনো অনেক কাজ বাকি। ময়মনসিংহ বিভাগেরও অনেক কাজ করতে হবে।

ময়মনসিংহ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার রক্ষা করেছেন উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, কিছুদিনের মধ্যে ডিআইজি চলে আসবেন। আপনাদের প্রত্যাশার কথা সরকারকে জানিয়েছেন। সকল স্তরের জনপ্রতিনিধি, রাজনীতিকসহ সব পেশাজীবীদের সঙ্গে আমরা বসবো। আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আলাপ-আলোচনার মাধ্যমে একটি কর্মপরিকল্পনা করে কাজ শুরু করবো।

ময়মনসিংহকে স্মৃতির শহর হিসেবেও বলতে ভোলেননি জিএম সালেহ উদ্দিন। তিনি বলেন, ময়মনসিংহে অনেকদিন ছিলাম। ময়মনসিংহেই আমার শিক্ষাজীবন, কর্মজীবন। এখানে অনেকদিন ছিলাম। হৃদয়ের টানে আবারো ময়মনসিংহে এসেছি।

‘আমার অনেক বন্ধু-বান্ধব বলেছেন, এতো চ্যালেঞ্জিং কাজে তুমি প্রথম কেন যাচ্ছ। আমি বলেছি, আমার একটা আবেগ এখানে আছে, একটা অনুভূতি এখানে আছে’- যোগ করেন তিনি।

ময়মনসিংহবাসীর ভালোবাসায় মুগ্ধ জিএম সালেহ উদ্দিন বলেন, আপনাদের ভালোবাসায় দায়িত্ব আরো বেড়ে গেলো। যে ক’দিন এখানে কাজ করবো, আপনাদের আস্থা-বিশ্বাস নিয়েই কাজ করবো। আমি আপনাদের মতামত গ্রহণ করবো, শুনবো। সরকারের ভাবনা তুলে ধরবো।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা ডিসেম্বর ০৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।