ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কালীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে ৪ লাখ ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ ডিসেম্বর ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছালাভরা এলাকায় এ ঘটনা ঘটে।


 
পুলিশ জানায়, উপজেলার বিষয়খালী বাজারের ধান ব্যবসায়ী রফিকুল আলম লিটন দুপুরে কালীগঞ্জ উপজেলা ইসলামী ব্যাংক থেকে ৩ লাখ ৭৬ হাজার টাকা উত্তোলন করে মোটরসাইকেল করে ফিরছিলেন। পথে  ছালাভরা এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন লিটনের গতিরোধ করেন। এ সময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে লিটনকে জিম্মি করে মাইক্রোবাবাসে তুলে নিয়ে যায়।

দুর্বৃত্তরা লিটনের টাকা ছিনিয়ে নিয়ে তাকে পথে ফেলে দিয়ে যায়। পরে পুলিশ খরব পেয়ে হরিপুর গ্রামের একটি মাঠ থেকে হাত-পা বাধা অবস্থায় লিটনকে উদ্ধার করে।

ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িখালী গ্রামের আমিন উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।