ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সিম্পলি ননসেন্স’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
‘সিম্পলি ননসেন্স’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সিলেট: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ জোর করে জিততে চায়- বিএনপির এমন মন্তব্যকে ‘সিম্পলি ননসেন্স’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের ১৩ গ্রামের ২২ কিলোমিটার এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ কাজের উদ্বোধন করেন মুহিত।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে সিলেটের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সতীশ চন্দ্র দে, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক দিলীপ চন্দ্র সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।