ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ফেনসিডিল-মদসহ ২ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বেনাপোলে ফেনসিডিল-মদসহ ২ যুবক আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে  ৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও সাত বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট ও পুটখালী বাজার থেকে তাদের আটক করা হয়।



আটক মাদক ব্যবসায়ীরা হলেন- ঝিনাইদহ সদরের আব্দুর রশিদের ছেলে হাফিজুর (৩২) ও বেনাপোলের পুটখালী গ্রামের খুদিরামের ছেলে বাবুল (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে হাফিজুরকে ৬৮ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি। সন্ধ্যায় বেনাপোলের পুটখালী বাজারে বাবুলকে ধাওয়া করে সাত বোতল মদসহ আটক করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার বাংলানিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।