ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার খাগড়াছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
মঙ্গলবার খাগড়াছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

খাগড়াছড়ি: দুই দিনের সফরে মঙ্গলবার (৮ ডিসেম্বর) খাগড়াছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার মন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে মন্ত্রী পথে ফেনীতে যাত্রা বিরতি দেবেন। সেখানে রামগড় উপজেলায় নবনির্মিত থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন।

পরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী। তিনি সাজেকে রাত্রিযাপন করবেন।

বুধবার সকালে সাজেক থেকে ফিরে খাগড়াছড়ি পুলিশ লাইনে এক মতবিনিময় সভা করবেন মন্ত্রী। ওইদিন দুপুরে ঢাকার উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।