ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাহারোল থানার এসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কাহারোল থানার এসআই প্রত্যাহার

দিনাজপুর: দিনাজপুরের কান্তজিউ মন্দিরে রাস মেলায় বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসানকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (০৭ ডিসেম্বর) রাতে মামলার তদন্ত থেকে তাকে প্রত্যাহার করা হয়।



দিনাজপুর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।

গত শুক্রবার মধ্যরাতে কান্তজিউ মন্দিরে রাসমেলা চলাক‍ালে ভোলানাথ যাত্রা প্যান্ডেলে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় ছয়জন আহত হন। এ ঘটনায় ওই দিনই দিনাজপুর কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার চার দিন পেরিয়ে গেলোও কোনো ধরনের অগ্রগতি না হওয়ায় এবং দায়িত্বে অবহেলার কারণে এসআই আহসানকে প্রত্যাহার করা হয়।

সেই সঙ্গে একই থানার পুলিশের উপ-পরিদশক (এসআই) তাজেরুল ইসলামকে নতুন তদন্তভার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।