ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে তরুণী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
দাউদকান্দিতে তরুণী গুলিবিদ্ধ

ঢাকা: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কামরুন্নাহার কেয়া চৌধুরী (২৬) নামে এক তরুণী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার শাহপাড়া চৌধুরী এলাকায় নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে গুলি করা হয়েছে বলে দাবি করেছেন গুলিবিদ্ধ কেয়ার বাবা আব্দুল কাদের চৌধুরী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, গুলিবিদ্ধ কেয়াকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এজেডএস/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।