ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে জামায়াতের রোকনসহ আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মহেশপুরে জামায়াতের রোকনসহ আটক ৭

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থানা জামায়াতের রোকন আব্দুস সামাদসহ সাত কর্মীকে আটক করে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক কর্মীরা হলেন, ঝিনাইদহ মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুস সামাদ (৬০), কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের শাহাদত কাজীর ছেলে আবদুল কাদের (৪০), একই গ্রামের মজিদ কাজীর ছেলে সামাউল কাজী (৩৫) ও কবাদ আলী কাজীর ছেলে নাজের আলী (২৬), ঝিনাইদহ সদর উপজেলার কড়াইল গ্রামের মহিউদ্দিনের ছেলে সালাউদ্দীন (৫৫), লোহাজাঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে নাজির উদ্দীন (৫৬), ও কালিগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামের আব্দুস জব্বারের ছেলে আক্তার হোসেন (৪২)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী বাংলানিউজকে জানান, আটক জামায়াত নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।