ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
গাজীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের সালনা এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রফিকুল ইসলাম (২৭) নামে এক পুলিশ সদস্য।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে সালনা এলাকায় ইউটা গামের্ন্টেসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল মিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মোস্তফা  ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের মৃতদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।