ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পঞ্চগড়: পঞ্চগড়ে মহাসড়কে অবৈধ (থ্রি হাইলার) যানবাহন চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৫৪ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে এ ধর্মঘট প্রত্যাহার করেন জেলা মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।



এর আগে মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান, ডিজেল চালিত থ্রি হুইলার (পাগলু), নসিমন, করিমন, ভটভটিসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ৬ ডিসেম্বর (রোববার) সকাল ৬টা থেকে জেলা মোটর মালিক সমিতি ও তিনটি শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এতে জেলার অভ্যন্তরীণ সব রুটে কোনো যানবাহন চলাচল না করায় স্কুল কলেজের শিক্ষার্থী, সবজি ব্যবসায়ীসহ চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের ২ ঘণ্টাব্যাপী বৈঠক চলে।

পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বাংলানিউজকে জানান, মহাসড়কে তিন চাকার অবৈধ যান চলাচলে সরকারেরও নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও এসব যান অবাধে চলাচল করছে। এ সব যান চলাচল বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছিল।

১৫ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসন অবৈধ এ যান চলাচল বন্ধের ব্যবস্থা নিবে এমন আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ সময়ের মধ্যে ব্যবস্থা না হলে ১৫ ডিসেম্বরের পর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।