ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধ প্রত্যাহার করেছে পোশাক শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
অবরোধ প্রত্যাহার করেছে পোশাক শ্রমিকরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে কমলাপুর ও এর আশপাশের এলাকায় করা সড়ক অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা।

বিজিএমইএ’র সিনিয়র এডিশনাল সেক্রেটারি মনসুর খালেদ, অলিও অ্যাপারেলস লিমিটেডের ইনচার্জ কাজী তসলিম উদ্দিন ও রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন অবরোধস্থলে এসে যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে তারা আবরোধ স্থলে এসে নিহত শ্রমিকের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে দুপুর পৌনে ২টায় অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিহত শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের প্রত্যেকের চিকিৎসা খরচ, চিকিৎসাকালীন ছুটি ও অন্যান্য ভাতা দেওয়ার আশ্বাস দেন কাজী তসলিম উদ্দিন। এছাড়া নিহত শ্রমিক আকলিমার মৃতদেহ দাফনের খরচবাবদ ৫০ হাজার টাকা দিয়েছে বিজিএমইএ।
 
বিজিএমইএ’র সিনিয়র এডিশনাল সেক্রেটারি মনসুর খালেদ এসে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সব সমস্যা শুনলাম। আমিও আপনাদের দাবির পক্ষে আছি। এ সড়কে যাতে রং ওয়েতে ও দ্রুত গতিতে গাড়ি চলতে না পারে, সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। কর্মক্ষেত্র থেকে আপনারা যাতে নিরাপদে বাসায় ফিরতে পারেন তা নিশ্চিত করা হবে।

নিহত শ্রমিকের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে অলিও অ্যাপারেলস লিমিটেডের ইনচার্জ কাজী তসলিম উদ্দিন বলেন, আমরা নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ও আহতদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। নিহত শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা, চিকিৎসাধীন আহত শ্রমিকদের প্রত্যেকের চিকিৎসা খরচ, ছুটি ও অন্যান্য ভাতা দেওয়া হবে।  
 
এর আগে ডিসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। এখানে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখছি। ইতিমধ্যেই বিজিএমইএ’র প্রতিনিধি ও গার্মেন্টের মালিকপক্ষ এসেছেন। আমরা সমন্বিতভাবে আলোচনা করে নিহতের পরিবার ও আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব।

এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাসের চালক আরিফকে (৩২) আটক করা হয়েছে। বাসটিও আটক রাখা হয়েছে।

এদিকে অলিও অ্যাপারেলস লিমিটেডের শ্রমিক জুঁই বলেন, মালিকপক্ষ, বিজিএমইএ কর্মকর্তা ও পুলিশের আশ্বাসের ভিত্তিতে এ অবরোধ তুলে নিলাম। তারা আগামীকাল বাস কর্তৃপক্ষের সঙ্গে বসে ক্ষতিপূরণের বিষয়ে বিস্তারিত জানাবে বলেছে। কাল যথাযথ ক্ষতিপূরণের বিষয়টি সুরাহা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

উল্লেখ্য কমলাপুর বাসস্ট্যান্ডের সামনের সড়কে বাস চাপায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে কমলাপুর ও এর আশপাশের এলাকায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।

অবরোধকালে সকাল ১০টায় অরামবাগে তুরাগ পরিবহনের একটি বাস এবং দুপুর সোয়া ১২টার দিকে মুগদা এলাকায় তুরাগ ও বলাকা পরিবহনের দু’টি বাস ভাংচুর করে তারা।

এর আগে সোমবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় বলাকা পরিবহনের একটি বাসের চাপায় অলিও অ্যাপারেলস লিমিটেডের ১ নারী পোশাক শ্রমিক নিহত ও ২ জন আহত হন।

** কমলাপুর-আরামবাগ-মুগদায় সড়ক অবরোধ, বাস ভাংচুর
** কমলাপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
** কমলাপুরে বাস চাপায় নিহত ১, আহত ২

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১৪০৬ ঘণ্টা
এনএইচএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।