ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদর সার্কেলের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে গোলাম আযম (৪৫) ও একই এলাকার আব্দুল মান্নান আকন্দের ছেলে মোহল আকন্দ (৪০)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদর সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বাংলানিউজকে জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।