ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে প্রবীণ অধিকার সুরক্ষায় কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মানিকগঞ্জে প্রবীণ অধিকার সুরক্ষায় কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মানিকগঞ্জ: প্রবীণ অধিকার সুরক্ষায় জনসাধারণকে সচেতন করার লক্ষে মানিকগঞ্জে প্রবীণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বারসিকের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।



এসময় হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন সিজুর সঞ্চালনায় বারসিকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা বিমল রায় ও  মিডিয়া অ্যান্ড ক্যাম্পেইন অফিসার শুকুফে ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রবীণ নীতিমালার লক্ষ্য ও উদ্দেশ্য, বাংলাদেশে প্রবীণদের অবস্থা, প্রবীণ ব্যক্তির সামাজিক সুযোগ-সুবিধার বৃদ্ধির আলোচনা করা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৪ সংবাদকর্মী ওই কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।