ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মাগুরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার একমাত্র অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(০৮ ডিসেম্বর) দুপুরে শহরের দরি মাগুরা বাঁশতলায় বিদ্যালয়ে অর্ধশত প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।



বিদ্যালয়ের আজীবন সদস্য মির্জা এনায়েত হোসেনের সৌজন্যে ৫০টি কম্বল বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রোস্তম আলী।

এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের অপর সহ-সভাপতি আব্দুর রউফ মাখন, সাধারণ সম্পাদক আলী আখতার, সম্পাদক রূপক আইচ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।