ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় মোটরসাইকেলের অপর আরোহী তার মেয়ে ইশরাত জাহান সাথী (২৬) ও শিপন (২০) গুরুতর আহত হয়েছেন।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুর ১টায় ছেঙ্গারচর পৌরসভার ঠাকুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ পূর্ব ইউনিয়নের বাসিন্দা। তিনি নিজ এলাকায় মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে দু’টি মোটরসাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল বাংলানিউজকে জানান, নিহত শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।