ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে যৌন উত্তেজক ট্যাবলেটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
নাটোরে যৌন উত্তেজক ট্যাবলেটসহ যুবক আটক ছবি: প্রতীকী

নাটোর: নাটোরে ১০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার একডালা মেহেদী তলা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।



আটক রবিউল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার একডালা মেহেদী তলা এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে অভিযান চালানো হয়।

এ সময় রাজশাহী থেকে নাটোরগামী এসআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী রবিউলের কাছ থেকে ১০০ পিস অ্যামফিটামিন যুক্ত যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয় বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।