ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
নেত্রকোনায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার ঠাকুরাকোণায় ট্রেনের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র পিপুল মিয়ার (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুড়া ইউনিয়নের মৃত বাচ্চু মিয়া’র ছেলে পিপুল।

তিনি মোহনগঞ্জ ডিগ্রি কলেজের এইসএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ করে।

নেত্রকোনা ফায়ার সার্ভিস কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ট্রেনের ছাদে চড়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন পিপুল। ট্রেন ঠাকুরাকোণা ইউনিয়নে ব্রিজের উপর উঠলে পিপুল ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।