ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গাজীপুরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুর: শ্রীপুরে প্রতিপক্ষের ধাক্কায় আব্দুল আউয়াল (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন, এমন অভিযোগ তুলেছে তার পরিবারের সদস্যরা।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগীরছিট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।



আব্দুল আউয়াল উপজেলার যুগীরছিট গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির বড় ছেলে বোরহান উদ্দিন জানান, প্রায় ৫ বছর ধরে একই গ্রামের আব্দুল করিমের ছেলে সবুজ মিয়া (৩০), লিটন মিয়া (৩৪), আব্দুল আজিজের ছেলে আব্দুল লতিফ (৪০) ও শহীদ মিয়ার (৪৫) সঙ্গে আব্দুল আউয়ালের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে গাজীপুর আদালতে একটি মামলাও চলছে।

ঘটনার দিন আব্দুল আউয়াল ওই জমিতে মহিষ চড়াতে গেলে প্রতিপক্ষ সবুজ ও লিটন তাকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ আউয়ালকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আউয়াল মারা যায়।

এ প্রসঙ্গে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে বোরহান উদ্দিন বাদী হয়ে একই গ্রামের আব্দুল করিমের ছেলে সবুজ মিয়া ও লিটন মিয়া, আব্দুল আজিজের ছেলে আব্দুল লতিফ ও শহীদ মিয়াকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।