ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় সাংবাদিক শাহাদাতের ইন্তেকাল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পাথরঘাটায় সাংবাদিক শাহাদাতের ইন্তেকাল ছবি: প্রতীকী

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সদস্য ও সমাজকর্মী সৈয়দ সাহাদাত হোসেন আর নেই। বুধবার (৯ ডিসেম্বর) সকালে পাথরঘাটা শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকেলে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পাথরঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকাল সদস্য সৈয়দ শাহাদাত হোসেনের মৃত্যুতে পাথরঘাটা প্রেসক্লাবের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।