ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক আটক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ছালেহ আহমেদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  
 
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উড়শীউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
 
আটক মাদক ব্যবসায়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শাহপুর গ্রামের কুতুবুর রহমান মাস্টারের ছেলে।  
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, উড়শীউড়া কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের সিটকভারের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ছালেহ আহমেদের দেহ তল্লাশি করে আরও ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
  
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।