ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রোকেয়া দিবসে নারী সংহতির পুষ্পাঞ্জলি অর্পণ

ঘরে-বাইরে-প্রতিষ্ঠানে সর্বত্র নিরাপত্তা নিশ্চিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ঘরে-বাইরে-প্রতিষ্ঠানে সর্বত্র নিরাপত্তা নিশ্চিতের দাবি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ঘরে-বাইরে-প্রতিষ্ঠানে সর্বত্র নারীর নিরাপত্তার দাবিতে রোকেয়া দিবস পালন করেছে নারী সংহতি।

দিবসটি উপলক্ষে বুবধাবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের রোকেয়া ভাস্কর্যের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।



পুষ্পাঞ্জলি অর্পণ শেষে একটি মিছিল টিএসসি প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে শেষ হয়।

পুষ্পাঞ্জলি অর্পণকালে সংগঠনের সভাপতি শ্যামলী শীলের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি তাসলিমা আখ্‌তার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, সহ সাধারণ সম্পাদক রেবেকা নীলা, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মরিয়ম প্রমুখ।

পুষ্পাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি শ্যামলী শীল ও সাধারণ সম্পাদক অপরাজিতা দেব দেশে অব্যাহতভাবে চলা নারী নিপীড়ন-ধর্ষণ-সহিংসতা এবং প্রশাসনসহ সকল পর্যায়ে নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

নিপীড়ন-বৈষম্য-সহিংসতা প্রতিরোধে নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার আহবান জানান তারা।

বক্তারা বলেন, শতবছর আগে রোকেয়া উপনিবেশবিরোধী জাতীয় মুক্তির আন্দোলনের প্রধানশক্তি হিসেবে নারীদের সক্রিয় হওয়ার আহবান জানিয়েছিলেন। আজও জাতীয় মুক্তির আন্দোলনে নারীদের সক্রিয় হওয়া ছাড়া বর্তমান দুঃসহ পরিস্থিতি থেকে আমাদের মুক্তি সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
পিআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।