ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রশিক্ষণের নামে কৃষি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
প্রশিক্ষণের নামে কৃষি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ

ঢাকা: কৃষি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তারা বিভিন্ন প্রজেক্টের আওতায় বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিলেও তা কৃষিতে প্রয়োগ হচ্ছে না। তাই আগামীতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যাপারে সর্তক হওয়ার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি।



প্রশিক্ষণের নামে কর্মকর্তারা শুধুই বিদেশ ভ্রমণ করছেন এমন অভিযোগও উঠেছে কমিটিতে।
 
বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এনিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
 
কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বাংলানিউজকে বলেন, বিদেশে বিভিন্ন প্রজেক্টে আমাদের কর্মকর্তারা প্রশিক্ষণ নিয়ে আসেন। আসার পর তারা আর কৃষি মন্ত্রণালয়ে থাকছেন না। এতে এ মন্ত্রণালয় লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগামীতে বিদেশে পাঠানোর আগে যারা এখানে তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান প্রয়োগ করবেন, কেবলমাত্র তারাই বিদেশ যাবেন।
 
তিনি বলেন, আমাদের সম্ভাবনাময় খাত সবজির বিদেশি বাজার যাতে নষ্ট না হয়, সেজন্য মন্ত্রণালয়কে আরো সর্তক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
বিদেশে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের বিষয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি করেন একাধিক সদস্য। একইসঙ্গে যেসব কর্মকর্তা বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এসেছেন তাদের বর্তমান কর্মস্থল এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বিভাগীয় কাজে সঠিকভাবে প্রয়োগ করছেন কি-না সে বিষয়ে পরবর্তী বৈঠকে একটি প্রতিবেদন উপস্থাপনের তাগিদ দিয়েছেন।
 
বৈঠকে বিদেশ থেকে আগত ব্যক্তিদের লাগেজের মাধ্যমে দেশে যাতে ক্ষতিকারক জীবাণু প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব জীবাণু কৃষি ফসলের ক্ষতি করে বলে বিদেশ থেকে আসা লাগেজ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষারও সুপারিশ করেছে কমিটি।

এছাড়া বৈঠকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গুদাম থেকে সার উধাওয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া এবং পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
 
এদিকে আগামী ৩০ জুনের মধ্যে কৃষি অধিদফতরসহ সব কৃষি অফিসের অকেজো গাড়ি সরকারি বিধি অনুযায়ী অপসারণের প্রস্তাব করা হয়েছে।
 
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান,মো. নজরুল ইসলাম বাবু, মো. মামুনুর রশিদ কিরণ, মো. নুরুল ইসলাম ওমর এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।