ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
কোম্পানীগঞ্জে লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ ২

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে মালিক ও ম্যানেজারকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বুধবার (০৯ নভেম্বর) রাত ৮টায় উপজেলার ভোলাগঞ্জ কলাবাড়ী শাহ আরফিন এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।



এতে আহত হয়েছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবদুল হালিম (২৬) ও ম্যানেজার লিটন (৩৫) আহত হন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী আবদুল হালিমের বাবা আবদুল জলিল বাংলানিউজকে জানান, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ করার সময় একটি প্রাইভেট কারে ৫/৬ জন দুর্বৃত্ত আকস্মিকভাবে গুলি চালায়। এতে তার ছেলে ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বাংলানিউজকে বলেন, ‘টাকা গোনার সময় ঝাপটা দিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়, এক লাখ নয়।

এ ঘটনায় এক সাদ্দাম নামের এক ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে জানালেও গুলির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

ওসি বলেন, ছিনতাইকারীদের অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।