ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গ্রামের বাড়িতে শিশু নীরবকে দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
গ্রামের বাড়িতে শিশু নীরবকে দাফন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাদারীপুর: ঢাকার কদমতলীতে ড্রেনে পড়ে মারা যাওয়া শিশু নীরবকে তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে দাফন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ডাসার থানার পশ্চিম বনগ্রামে শিশুটিকে দাফন করা হয়।



এরআগে সন্ধ্যায় ঢাকা থেকে তার মৃতদেহ নিয়ে গ্রামে পৌঁছান পরিবারের লোকজন।
 
এদিকে, শিশু নীরবের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বিক্ষুব্ধ গ্রামবাসী এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শোকাচ্ছন্ন গ্রামবাসীর দাবি শিশু জিহাদ ও নীরবের মতো আর কোনো শিশুকে যেন ড্রেনে পড়ে মৃত্যু না হয়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে কদমতলীর শ্যামপুরের পালপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলার সময় ড্রেনে পড়ে যায় শিশু নীরব।

খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের নালায় নেমে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বুড়িগঙ্গার তীরে আরেক নালার তারের জালে আটকে থাকা অবস্থায় নীরবকে উদ্ধার করা হয়।

এররপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নীরবের দাফনকালে উপস্থিত কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, নীরবের মৃত্যু  খুবই দুঃখজনক। আমাদের অভিভাবকদের উচিত শিশুদের প্রতি আরো সচেতন হওয়া।

তিনি আরো বলেন, আমরা জেলা প্রশাসকের মাধ্যমে নীরবের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।