ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিডিয়া প্রশাসনিক কাজের সহায়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মিডিয়া প্রশাসনিক কাজের সহায়ক

সুনামগঞ্জ: মিডিয়া তথ্য প্রকাশ করে প্রশাসনিক কাজে সহায়তা করে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

তিনি বলেছেন, মিডিয়ার বস্তুনিষ্ট সংবাদ যেমন সর্ব মহলে প্রশংসিত হয়, তেমনি প্রশাসনিক কাজেও সহায়তা করে।

আমরা মিডিয়ার কাছে সব সময় বস্তুনিষ্ট সংবাদ প্রত্যাশা করি।  

বুধবার (০৯ ডিসেম্বর) রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক গত এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন- বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু, সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে প্রমুখ।

এ সময় সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।