ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে দরজায় তালা দিয়ে মেসে আগুন, দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ওয়ারীতে দরজায় তালা দিয়ে মেসে আগুন, দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর ওয়ারী থানার নারিন্দা মোড় এলাকায় একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসের দরজায় তালা দিয়ে ভেতরে আগুন জ্বেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ওই এলাকার হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই মেসের বাসিন্ধা সুমন (৪০),  শাকিব (৩৫) এবং শহীদুল ইসলাম শহীদ (২৭)। তারা মোটরপার্টস দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জান‍ান, ভোর ৪টার দিকে কে বা কারা দরজায় তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। মেসের বাসিন্দাদের আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে।
 
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই নূরুল ইসলাম।  

তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন সুমনের ৮৫শতাংশ, শাকিবের ৩২ শতাংশ এবং শহীদের শরীরের ৮৫শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ’

দগ্ধরা তিনজনই স্থানীয় মোটরপার্টসের দোকোনে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানান এএসআই নূরুল ইসলাম।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।

এএসআই নূরুল ইসলাম জানান, দরজা থেকে একটি ভাঙা তালা ও হাতুরি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।