ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের গাংনীতে ৪টি হাতবোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মেহেরপুরের গাংনীতে ৪টি হাতবোমা উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনীর বড় বামন্দী গ্রাম থেকে ৪টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাংনী থানার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই ওলিউর রহমান লালটেপ দিয়ে মোড়ানো হাতবোমা ৪টি উদ্ধার করেন।



তিনি জানান, সকালে বড় বামন্দী পূর্বপাড়ার জনৈক আহসানের বাড়ির রাস্তার এক পাশে বাজারের ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মোড়ানো হাতবোমা ৪টি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকরাম হোসেন হাতবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।