ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
গাজীপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।



এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে জেলা শহরের রাজবাড়ি রোডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মানবাধিকার কর্মীদের গুম-অপহরণ বন্ধে রাষ্ট্রীয় দায়িত্বের কথা তুলে ধরে মানবাধিকার সুরক্ষার দাবি জানান।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলায় বিভিন্ন সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।