ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ৮

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আড়াইহাজারে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে ৮ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।



নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাল লুটের সময় গণপিটুনির শিকার হন হতাহতরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষা উপজেলার পুরিন্দাবাজারে এ ঘটনা ঘটে।

দুপুর সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মধ্যে ৪ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ময়মনসিংহ জেলার সদর উপজেলার মধ্যপাড়া এলাকার শওকত আলী (৩০), রুবেল মিয়া (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজিব ওরফে রনি। নিহত বাকি ৪ জনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার পরিদর্শক (ওসি/তদন্ত) আরিফ হোসেন।

তিনি জানান, ঘটনাস্থলের একটি পুকুর থেকে প্রথমে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৩ জন ও দুপুর ১২টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

মোবাইল ফোনের সূত্র ধরে নিহত চারজনের নাম-পরিচয় জানা গেছে বলেও জানান আরিফ হোসেন।

আহতরা হলেন, মানিক (২৫), লোকমান হোসেন (২৮), সজীব মিয়া (২৭) ও সাব্বির (২২)।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রায় ১২ জনের একদল ডাকাত পুরিন্দাবাজারের নিরাপত্তা প্রহরী জামান মিয়া, মোতলিব মিয়া, আব্দুল আউয়াল ও নিয়ত আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে বাজারের আব্দুল গফুর মিয়ার মালিকানাধীন ‘ভাই ভাই এন্টার প্রাইজ’ চালের দোকানের সাটারের তালা ভেঙে ফেলে চাল লুট করে ডাকাতদের ব্যবহৃত ট্রাকে ওঠাতে থাকে। ট্রাকে প্রায় অর্ধেক চাল ভরার পর ডাকাতি হচ্ছে এমন ঘটনা স্থানীয় লোকজন টের পেয়ে যায়।

মুহ‍ূর্তের মধ্যে মাইকিং করে স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করে ১২ ডাকাতকে আটক করে গণপিটুনি দেন বলেও জানান এসআই ফিরোজ আলম।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৪৪৮ ঘণ্টা
এসআই/এমএ/এমজেএফ

** আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।