ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিমান শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বিমান শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শ্রমিকদের ক্যাজুয়াল (অস্থায়ী) চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন ‘কালেকটিভ বারগেইন এজেন্ট’ (সিবিএ) ও বিমান শ্রমিক লীগের সভাপতি মোশিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বলাকা ভবনের গ্রাউন্ড ফ্লোরে শ্রমিকদের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।



তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) বিমানের একটি বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। যদি সেই মিটিংয়ে শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়া হয়। তবে আগামীতে আর কোনো বোর্ড মিটিং এবং বিমানের এজিএম কোনোটাই করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসে যেনো বিমানের শ্রমিকরাও চাকরির স্থায়ীকরণের খুশিতে মেতে উঠতে পারে।

দাবি আদায়ের এই আন্দোলন থেকে বিমান শ্রমিকরা একচুল পরিমাণ নড়বে না বলে মন্তব্য করেন মোশিকুর রহমান।

এ সময় তিনি দাবি আদয়ে আরও কঠোর আন্দোলনের কথাও জানান।

তিনি বলেন, আগের বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছিলো যে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিদেশিদের দেওয়া হবে। দেশি-বিদেশি উভয় যৌথভাবে বিমান বাংলাদেশ পরিচালনা করবে। এটা কী করে সম্ভব হয়? কোনোভাবেই বিদেশিদের হাতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া চলবে না।

প্রধানমন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছেন উল্লেখ করে তিনি বলেন, বিমান শ্রমিকরা সেই ন্যূনতম মজুরিটুকুও পায় না। ঘোষণার তিন মাস অতিবাহিত হয়ে গেলেও বিমান কর্তৃপক্ষ কোনো কিছুই করছে না।   

এই শ্রমিক নেতা বলেন, আমরা নিপিড়ীত-নির্যাতিত মানুষের পক্ষে কথা বলি, কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। তার আদর্শ মনে-প্রাণে ধারণ করি। তিনি শিখিয়েছেন নিপীড়িত-নির্যাতিত শ্রমিকদের পক্ষে কথা বলতে।

বিমান শ্রমিকদের উদ্দেশ্য করে মোশিকুর আরও বলেন, যারা অন্যায় ও অসৎ কাজের সঙ্গে জড়িত তাদের ধরিয়ে দিতে হবে। আমাদের কাছে তালিকা আছে, সেই তালিকা পর্যালোচনা করে দেখা হবে। যারা অসৎ তাদের চাকরি স্থায়ীকরণ হবে না, এটা আমাদের সাফ কথা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৬০৮ ঘণ্টা
এসজেএ/টিআই

** শাহজালালের সামনে কর্মচারীদের বিক্ষোভ-মিছিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।